সর্বশেষ সংবাদ
Home » প্রতিষ্ঠানের ইতিহাস

প্রতিষ্ঠানের ইতিহাস

মাওলানা আবু তাইয়্যেব ১৯৮৫ সালে সর্বপ্রথম পাংগাশিয়া কেরামতিয়া দাখিল মাদ্রাসা স্থাপন করেন। তার এই উদ্যোগে সর্বাধিকভাবে সহাযতা করেছিলেন তার পরিবারের সদস্যরা। ২০০০ সাল  থেকেই ছাত্রছাত্রীর সংখ্যা ক্রমশ বাড়তে থাকে। সাথে সাথে বিদ্যালয়ের অবকাঠামোও উন্নত হয়ে নতুন রূপ পেতে শুরু করে।  পাংগাশিয়া কেরামতিয়া দাখিল মাদ্রাসা যেখানে অবস্থিত সেখানের সবটুকু ভূমির মালিক ছিলেন, মাওলানা আবু তাইয়্যেবের পরিবার। তারা সম্পত্তি নিঃশর্তভাবে শুধুমাত্র  শিক্ষা বিস্তারের জন্য রেজিষ্ট্রি করে দান করেছেন।  বর্তমানে লালমোহন উপজেলার অধীনে ছাত্রী সংখ্যা, সংস্কৃতিক এবং ইবতেদায়ী সমাপনী পরীক্ষা (পি.এস.সি), জুনিয়র দাখিল সার্টিফিকেট পরীক্ষা (জে.ডি.সি) এবং দাখিল সার্টিফিকেট পরীক্ষায়  ফলাফলের ভিত্তিতে পাংগাশিয়া কেরামতিয়া দাখিল মাদ্রাসা এক সীমাহীন উচ্চতায় মর্যাদা ও গুরুত্ব বহন করে চলছে।

Print Friendly, PDF & Email